সকল শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সিদ্ধান্ত
অপেক্ষমান সকল শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তথ্য যাচাই বাছাই করে দ্রুত সময়ের মধ্যে এই সংযোগ দেয়া হবে।
বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, পাঁচ মেগাওয়াটের বেশি প্রয়োজন এমন শিল্প প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেয়া হবে। এছাড়া দেশের যে তিনটি অর্থনৈতিক এলাকা নির্বাচন করা হয়েছে সেখানে সমীক্ষা করার উদ্যোগ নেয়া হবে। অর্থনৈতিক এলাকা গড়ে উঠার আগেই সেখানে যাতে বিদ্যুৎ পৌছানো যায় সে জন্য এই সমীক্ষা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ি অর্থনৈতিক এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দেয়া হবে।
এদিকে বৈঠকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এলাকা সমস্যা সমাধানের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে একই এলাকায় পিডিবি ও আরইবি উভয়েরই সরবরাহ লাইন আছে। দেশের এমন অনেক জায়গা আছে যেখানে উভয় প্রতিষ্ঠানই নিজেদের বলে মনে করে। এতে এক স্থান থেকে এক গ্রাহককে দুই সংযোগ নিতে হচ্ছে। বিল ও দিচ্ছে দুই প্রতিষ্ঠানকে। এসব সমস্যা সমাধানের জন্য কমিটি গঠন করা হবে। কমিটি দুই প্রতিষ্ঠানের এলাকা নির্দিষ্ট করে দেবে।
সূত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) কাছে শিল্পে বিদ্যুৎ সংযোগের আবেদন জমা আছে ১০ হাজার ২৮২টি। এই সংযোগ দিলে বিদ্যুৎ লাগবে এক হাজার ৬৪ দশমিক ৩ মেগাওয়াট। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কাছে শিল্প সংযোগের আবেদন পড়েছে ৩১টি। যার জন্য প্রয়োজন ১২ দশমিক ৩২৪ মেগাওয়াট বিদ্যুৎ। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কাছে আবেদন আছে ৫৬টি। এরজন্য প্রয়োজন ১৩ দশমিক ৪৪৫ মেগাওয়াট। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কাছে শিল্প আবেদন জমা আছে ২৭টি, যার বিপরীতে বিদ্যুৎ লাগবে ২৫ দশমিক ৮২৩ মেগাওয়াট। মোট ১০ হাজার ৪৯৬টি আবেদনের বিপরীতে এক হাজার ১১৫ দশমিক ৮৯২ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে।