সরকার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সাফল্য অর্জন করেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সরকার ২০১৮ সালের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে অগ্রাধীকার ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যুগান্তকারী সফলতা অর্জন করেছে।
শুক্রবার রাজশাহীর চারঘাট উপজেলার পান্নাপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রকল্প উদ্বোধনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন।
চারঘাট উপজেলার লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী সেলিম সাবরিন, পল্লীবিদ্যুৎ বোর্ডের উপব্যবস্থাপক আব্দুল কাদের, সহকারি মহাব্যবস্থাপক খোরশেদ আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম, ইকরামুল হক, আফতাব উদ্দিন সরকার এবং মতিউর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির উন্নয়নের ভাসাম্যতা রক্ষায় বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকার এ ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ ক্ষেত্রকে সর্বাধিক অগ্রাধীকার দিয়ে ব্যাপক কার্যকর প্রকল্প গ্রহণ করেছে সরকার। এসকল পদক্ষেপের ফলে আগামী ২০১৮ সালের মধ্যেই বাঘা ও চারঘাট উপজেলার সকল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এছাড়া যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এখনও বিদ্যুতায়িত হয়নি, সেসকল প্রতিষ্ঠানেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
এছাড়া বিদ্যুতের পাশপাশি দুই উপজেলার যেসকল রাস্তাঘাট এখনও কাঁচা রয়েছে, সেসকল রাস্তাঘাটও পাকা করা হবে বলে তিনি জানান।
এসময় তিনি দুই উপজেলার ১৪টি গ্রামের বিভিন্ন আবাসিক ও দাতব্য সংস্থাসহ ৬শ’ ৭৩ টি নতুন সংযোগের উদ্বোধন করেন।
শাহরিয়ার আলম বলেন, উৎপাদন বৃদ্ধির ফলে এখন বিদ্যুৎ বিপর্যয় ও লোডশেডিং হ্রাস পেয়েছে। দেশের মানুষের এখন আর বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয় না।
তিনি আরো জানান, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার ২শ’ মেগাওয়াট থেকে ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে।