সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

শনিবার সণ্ধ্যার পর এক ঘন্টার জন্য সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আট হাজার ৯৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগে ১৫ই জুন আট হাজার ৭৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এনার্জি বাংলাকে এ তথ্য জানান।
এরআগে ৫ই জুন আট হাজার ৪৮২ মেগাওয়াট, এর আগে ৯ই এপ্রিল আট হাজার ৩৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তার আগে গত বছরের ১৫ আগস্ট আট হাজার ১৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ এবং সকল তেল চালিত কেন্দ্র চালু রাখায় এই উৎপাদন সম্ভব হয়েঠছ বলে পিডিবি সূত্র জানায়।