সাত ঘন্টা গ্যাস থাকবে না মিরপুর ও আগারগাঁও এ
মেট্রোরেলের মূল কাজ শুরুর আগে রোকেয়া সরণির নিচ দিয়ে যাওয়া পাইপলাইন সরানোর জন্য বৃহস্পতিবার সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর আগারগাঁও-মিরপুর এলাকায়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (কোম্পানি এফেয়ার্স) মো. শাহজাহান জানান, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, সেনপাড়া, পর্বতা, আগারগাঁও ও আশপাশের এলাকা এবং মিরপুর-১০ এর পশ্চিমপাশের এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস পাবেন না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির
সূচি অনুযায়ী আগামী বছরের জুন থেকে ঢাকা মেট্রোরেল প্রকল্পের মূল কাজ শুরু হওয়ার কথা। তার আগে এ বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে প্রকল্প এলাকায় থাকা বিভিন্ন সেবা সংস্থার অবকাঠামো সরানোর কাজ।