সামিট পূর্বাঞ্চল পাওয়ার লিমিটেডের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা
সামিট পূর্বাঞ্চল পাওয়ার লিমিটেডের ২০১৪ সালের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ হিসাবে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত কোম্পানীর ০৮ তম বার্ষিক সাধারন সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানীর চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে এ সভায় মোঃ লতিফ খান, ভাইস চেয়ারম্যান, জনাব মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, এবং পরিচালকদের মধ্যে মিসেস আনজুমান আজিজ খান, মুহাম্মদ ফরিদ খান, লে: েেজ: অব: জনাব আব্দুল ওয়াদুদ, আয়েশা আজিজ খান, সৈয়দ ফজলুল হক এফ,সি,এ, আব্বাস উদ্দিন আহম্মেদ এবং কোম্পানী সচিব মাহমুদ হাসান এফ,সি,এম,এ সহ আরো অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ০৮ তম বার্ষিক সাধারন সভায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যাপ্ত সংখ্যক শেয়ারহোল্ডার গণ উপস্থিত ছিলেন।