সিএনজির দাম বাড়ানোর সুপারিশ
সিএনজি’র (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দাম বৃদ্ধি করে অকটেন-ডিজেলের পর্যায়ে নেওয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
একই সঙ্গে আবাসিক খাতে এলপিজি (তরলায়িত প্রাকৃতিক গ্যাস) ব্যবহার বাড়াতে ভর্তুকি দেওয়ার পক্ষে মতামত দিয়েছে কমিটি।
সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের কার্যপত্রে প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, ২০০৪ সালে যানবাহনে সিএনজি গ্যাসের ব্যবহার করতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। ওই সিদ্ধান্তের ফলে রাজধানীর বায়ু দূষণ রোধ হলেও বেড়েছে গাড়ির ব্যবহার। যে কারণে সড়কগুলোর ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।
বিগত সময়ে মহাজোট সরকার দু’দফায় সিএনজি গ্যাসের দাম বাড়ালেও বিকল্প জ্বালানির (পেট্রোল-অকটেন) পর্যায়ে তা পৌঁছেনি। যে কারণে সিএনজি গ্যাস চালিত গাড়ির মালিকরা জ্বালানি সাশ্রয়ে আগ্রহী হচ্ছে না। এতে মূল্যবান প্রাকৃতিক সম্পদ অপচয় বাড়ছে।
এ থেকে বেরিয়ে আসতে সিএনজি গ্যাসের দাম ডিজেল ও অকটেনের সমতুল্য করা প্রয়োজন বলে সুপারিশ করে কমিটি।