সিএনজি স্টেশন আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ৫ই মার্চ ২০২৫):
সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় পরিবর্তন করা হয়েছে। রমজান মাসে ঢাকা মহানগরীতে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।
এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলাকে নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
মঙ্গলবার জ্বালানি বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
জানুয়ারি থেকে এত দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনে তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হতো। এর আগে গত ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হতো।