সিরিয়ার বৃহত্তম তেলের খনি দখল করলো জঙ্গীরা
ইরাক সীমান্তের সঙ্গে লাগোয়া আল-ওমর খনিজ তেলের খনি দখল করে নিল আইসিস জঙ্গিরা৷ আল-ওমর খনি রয়েছে যে অঞ্চলে, সেই দেইর-আল-জুরের অধিকার পেতে গত কয়েক মাস ধরে মরণপণ লড়াই চালিয়েছে আইসিস ও সিরিয়ার আল-নুসরা ফ্রন্টের সদস্যরা৷ শেষ পর্যন্ত আইসিসের সামনে টিকতে পারেনি আল-নুসরা৷ আল-ওমর খনি এখন আইসিসের দখলে৷
৪৮ ঘণ্টা আগে দেইর আল-জুর প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বুকামাল দখল করে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইসিস) জঙ্গিরা৷ এই শহর দখলের পর তেলের খনি নিজেদের দখলে আনা ছিল নিতান্তই সময়ের অপেক্ষা৷ দৈনিক ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত খনিজ তেল উৎপাদনকারী এই তৈলক্ষেত্র সিরিয়ার অর্থনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ৷ এই তেলের খনির কাছেই একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও রয়েছে৷