সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

মানিকগঞ্জের শিবালয়ে সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও চারজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনজন ও দুপুরে একজন মারা যান। সোমবার বিকালের ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো।
মঙ্গলবার মারা যাওয়া তিন ব্যক্তি হলেন বিআরটিসির বাস চালক নূর ইসলাম লেবু (৩৫), অটোরিকশা চালক শামীম উদ্দিন পাখি (৩৫), ফিলিং স্টেশনের কর্মী দেলোয়ার হোসেন (৪২) ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাসুম উদ্দিন (৪০)। চারজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন।
এর আগে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে শিবালয়ের বরঙ্গাইল এলাকায় রুমি ফিলিং স্টেশনের কম্প্রেসর কক্ষে বিস্ফোরণ ঘটে এবং ওই কক্ষের ছাদ উড়ে গিয়ে আগুন ধরে যায়। এতে ওই স্টেশনের কর্মচারী হেলাল উদ্দিন (৪৫) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পথচারী, গ্যাস নিতে আসা গাড়ির চালক ও সহকারী এবং ওই সিএনজি স্টেশনের কর্মচারীসহ অন্তত ১০ জন দগ্ধ হন। এদের মধ্যে পাঁচজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় চারজনের মৃত্যু হলো।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিত্সাধীন সালাউদ্দিনের (৩৫) অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশেরও বেশি পুড়ে গেছে।