সীতাকুণ্ডে অবৈধ সংযোগের জন্য ৪ লাখ টাকা জরিমানা, ১৫ মামলা
প্রায় সাড়ে তিন লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করায় সীতাকুণ্ডে ৩ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে ২০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা ও ৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের বিদ্যুৎ আদালত (উত্তর) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসানের নেতৃত্বে বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাট এর আওতায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় এই পদক্ষেপ নেয়া হয়।
এ সময় বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাটের নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাহফুজুল হক, সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মো. সোহরাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ আদালতে বকেয়া বিলের জন্য তিন লাখ তিপান্ন হাজার একশত তিরানব্বই টাকার প্রসিকিউশন দেয়া হয়।