নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ৫ই মার্চ ২০২৫):
সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুযায়ী উন্মুক্ত বাজার থেকে সরাসরি এই দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। এতে খরচ ধরা হয়েছে এক হাজার ৪৯৬ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৬৮০ টাকা।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সরাসরি ক্রয়-প্রক্রিয়া অনুসরণ করে খোলা বাজার থেকে এলএনজি কেনার দুটি আলাদা প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি আমদানিতে খরচ ধরা হয়েছে ৭৫৪ কোটি ৪২ লাখ ০৮ হাজার ৬৭২ টাকা। এক্ষেত্রে প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম পড়ছে ১৫ দশমিক ৭৩ মার্কিন ডলার।
সিঙ্গাপুরের মেসার্স গুনভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আর এক কার্গো এলএনজি আমদানিতে খরচ ধরা হয়েছে ৭৪১ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৮ টাকা। এক্ষেত্রে প্রতি ইউনিটের দাম পড়ছে ১৫ দশমিক ৪৭ ডলার।