সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু

সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় বৃক্ষরোপণ অভিযান-১৪ উদ্বোধন করেছেন। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনী বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রতিবছরের মতো এবারো বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই এ অভিযানের উদ্দেশ্য।