সেরা বিদ্যুৎ উৎপাদনকারী সামিট

সেরা বেসরকারি  উৎপাদনকারী প্রতিষ্ঠানের পুরস্কার পেল সামিট।
এই নিয়ে টানা পাঁচবার এই পুরস্কার পেল তারা। দ্রুততম সময়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এই স্বীকৃতি।
আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের হাতে এই পুরস্কার তুলে দেন।
সামিট মাত্র নয় মাসে গাজীপুরের কড্ডায়  ৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করায় এই পুরস্কার দেয়া হয়েছে।

আগের চারটে পুরস্কার ছিল, সামিট বরিশাল পাওয়ার লিমিটেড ১২০ মেগাওয়াট (২০১৬), সামিট বিবিয়ানা ২ পাওয়ার কোম্পানী  লিমিটেড  ৩৫২ মেগাওয়াট (২০১৫), সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানী লিমিটেড ৩৩৭ মেগাওয়াট (২০১৪), সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানী লিমিটেড ৭০ মেগাওয়াট (২০১৩) বিদু্যৎকেন্দ্রর জন্য।।