স্মার্ট মিটারে গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ
স্মার্ট মিটার চালু করল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এরমাধ্যমে গ্রাহকের সাথে বিতরণ প্রতিষ্ঠানের সবসময় সরাসরি যোগাযোগ হবে। গ্রাহক ঘরে বসেই তার সব তথ্য জানতে পারবে।
আজ বৃহষ্পতিবার বিদ্যুৎ ভবনে এই মিটারের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদসহ অন্যরা বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতকে সয়ংক্রিয় করতে দেশিয় সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। উদ্যোগী ও আগ্রহী প্রতিষ্ঠানকে প্রয়োজনে সহযোগিতা করা হবে।
আজ বৃহষ্পতিবার বিদ্যুৎ ভবনে স্মার্ট মিটার সংযোজন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে কিন্তু প্রযুক্তি নির্মাণে আগ্রহ তেমন দেখা যাচ্ছে না।
বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যাপলম্বটেক-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তৈরি স্মার্ট মিটার সংযোজন অন্যতম মাইলফলক। সংযোজিত স্মার্ট মিটার গ্রাহক এবং বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্টানের মধ্যে বিদ্যুৎ এবং তথ্য আদান প্রদানের ব্যবস্থা থাকবে। গ্রাহক সব সময় সার্ভারের সঙ্গে যুক্ত থেকে ব্যবহার করা বিদ্যুৎ, বর্তমান চাহিদা এবং পণ্য ভিত্তিক বিদ্যুৎ বিল জানতে পারবে। ফলে গ্রাহক বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন ও সতর্ক হতে পারবে। গ্রাহক মোবাইলের মাধ্যমে অ্যাপ/ঠিকানা/ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে বিল পরিশোধ করতে পারে।