১ হাজার ২০০ যুবককে প্রশিক্ষণে শেভরণের যৌথ চুক্তি

নিজস্ব প্রতিবেদক:
ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং পাইপ ফিটিং, ওয়েল্ডিং এবং হাউসকিপিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে শেভরণ বাংলাদেশ। যৌথভাবে এক হাজার ২০০ যুবককে এই প্রশিক্ষণ দেয়া হবে।
এবিষয়ে সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের সাথে চুক্তি করল শেভরনের অর্থায়নে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের উত্তরণ।
চুক্তির আওতায় সুইসকন্ট্যাক্টের উত্তরণ প্রকল্প সিলেট সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে সিলেট শহরে একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্যে কাজ করবে।
এই চুক্তির ফলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) উদ্যোগে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অর্জনের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখতে সক্ষম হবে।
ঢাকার ওয়েস্টিন হোটেলে চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, শেভরন বাংলাদেশের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) ইমরুল কবির এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সিলেটের মেয়র বলেন, দক্ষ কর্মীর অভাব বর্তমানে আমাদের দেশের বড় চ্যালেঞ্জগুলোর একটি। দুর্ভাগ্যক্রমে, এরফলে প্রতিযোগীদের কাছে ব্যবসা হারাচ্ছি। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি এবং বাজারে দক্ষতার নিত্য পরিবর্তনশীল চাহিদা সফল ভাবে পূরণ করা। তিনি বলেন, আমি বিশ্বাস করি এই অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে, আমরা সফল পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারব।
শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য উৎসাহী তরুণের কর্মজীবনের পথ সুগম হবে। এর মাধ্যমে তারা নিজেদের এবং তাদের পরিবারের সদস্যদের দীর্ঘ মেয়াদী ও টেকসই উন্নতি নিশ্চিত করতে পারবে। সমাজে সহযোগিতার উদ্দেশ্যে সমাজের সদস্যদের জন্য শিক্ষা এবং চাকরির সংস্থানের ভূমিকা অনস্বীকার্য। উত্তরণ প্রকল্পের সময় শেষ হওয়ার পরেও প্রকল্পের মাধ্যমে যাতে দীর্ঘমেয়াদে সংশ্লিষ্ট কমিউনিটি সদস্যদের উপকারে আসে সেটা নিশ্চিত করাই এই চুক্তির লক্ষ্য।
সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বলেন, সুইসকন্ট্যাক্ট তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্বাস করে যে দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান এবং আর্থিক সেবায় অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দারিদ্রের হাত থেকে মুক্ত করা সম্ভব।
উত্তরণ – উন্নত জীবনের লক্ষ্যে, একটি তিন বছরের প্রকল্প যা সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ বর্তমানে সিলেট ও ঢাকা বিভাগে বাস্তবায়ন করছে এবং শীঘ্রই তার কাজ খুলনায় সম্প্রসারিত করতে চলেছে। একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা ছাড়াও, প্রকল্পটির লক্ষ্য ২০০০ যুবাকে প্রশিক্ষণ দেয়া এবং বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের উন্নতওয়েল্ডিং প্রশিক্ষণ চালু করা।