২০১৮ সালের মধ্যে ৯৫ ভাগ এলাকায় বিদ্যুৎ দেবে আরইবি
নিজস্ব প্রতিবেদক২০১৮ সালের মধ্যে গ্রামের ৯৫ ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেবে আরইবি। এ উদ্দেশে কাজ করে যাচ্ছে আরইবির ৭৮টি সমিতি। এজন্য নতুন সংযোগ দেয়ার পাশাপাশি সিস্টেম লস কমিয়ে আনা জরুরি।
শুক্র ও শনিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীন ৭৮টি সমিতির জেনারেল ম্যানেজার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান, বিইআরসির সদস্য রহমান মোর্শেদ, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আলবেরুনী, আরপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস সবুর, ওজোপাডিকো এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিক উদ্দিন এবং আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন বক্তব্য রাখেন।
এ সময় ৭৮টি সমিতির জেনারেল ম্যানেজাররা উপস্থিত ছিলেন। ‘ঘরে ঘরে বিদ্যুৎ দিব-গ্রাহক সেবা নিশ্চিত করব’ এই শ্লোগানকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সমিতিগুলোর সঙ্গে আরইবির ২০১৬-১৭ অর্থবছরের জন্য পারফরমেন্স টার্গেট এগ্রিমেন্ট সাক্ষরিত হয়।
এ আর খান বলেন, নিরবচ্ছিন্ন ও মান সম্পন্ন বিদ্যুৎ গ্রাহকদের কাছে পৌঁছাতে হবে। মানুষ বিদ্যুৎ চায়, সরকারও আন্তরিক। বিদ্যুৎ সংযোগ দেয়ার পাশাপাশি সিস্টেম লস কমিয়ে আনতে হবে। তিনি বলেন, আমরা একটি স্ট্যান্ডার্ড এবং টেষ্টিং ল্যাবরেটরী স্থাপনের কাজ করে যাচ্ছি। এতে বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামালের সুষ্ঠু গুণগত মান বজায় রাখা সম্ভব হবে। চেয়ারম্যান বলেন, সরকার ২০২১ সালের মধ্যে শতভাগ এলাকায় বিদ্যুৎ দিতে প্রতিশ্র“তিবদ্ধ। গ্রামে বিদ্যুৎ গেলে শিল্প কারাখানা স্থাপন হবে। মানুষের আস্থা বাড়বে, আয় বাড়বে। মানুষের জীবনযাত্রার মানও বাড়বে।
মনোয়ার ইসলাম বলেন, আরইবিসহ বিদ্যুৎখাতের সব কর্মিকেই সদিচ্ছা, স্বচ্ছতা, সততা ও সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি গ্রাহক সেবা মান নিশ্চিত করতে হবে।