নবায়নযোগ্য জ্বালানির দাম বেশি
বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির প্রতি আগ্রহ বাড়ছে। তবে এর উপকরণের দাম বেশি হওয়াতে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। তবুও ২০২০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষে নির্ধারণ করেছে বাংলাদেশ।
রোববার আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইআরইএনএ) সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন। বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নবায়নযোগ্য জ্বালানি টেকসই উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) গঠন করেছে। স্র্রেডার উদ্যোগে এরইমধ্যে অনেকগুলো প্রকল্প নেয়া হয়েছে।
নসরুল হামিদের সভাপতিত্বে সম্মেলনে এ সময় বিভিন্ন দেশ তাদের কার্যক্রম তুলে ধরেন। অংশ নেয়া দেশগুলো তাদের ২০১৬ ও ২০১৭ সালের কার্যক্রম তুলে ধরে এবং মধ্যবর্তী কৌশল বিষয়ে পর্যালোচনা করে।
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা আইআরইএনএ এর সদস্য ১৪৫টি দেশ। কিন্তু ১৫০টি দেশের প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছে।