২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সামাজিক আন্দোলনের নেতৃত্বে স্কাউটদের কোন বিকল্প নেই। জনসচেতনতা বাড়াতে স্কাউটরা হতে পারে অন্যতম অগ্রদূত।
রোববার বিদ্যুৎ ভবনে ‘তৃতীয় জাতীয় বিদ্যুৎ ক্যাম্প-২০১৪’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পাওয়ার সেলের মহা-পরিচালক মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটস্ এর সভাপতি সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সচিব ও বাংলাদেশ স্কাউটস্ এর বিশেষ ইভেন্টেস্ বিষয়ক জাতীয় কমিটির সভাপতি মনোয়ার ইসলাম বক্তব্য রাখেন।
আগামী ১৮-২১  ডিসেম্বর একযোগে বাংলাদেশ স্কাউটদের সকল উপজেলা ও জেলা সদরে ‘বিদ্যুৎ ক্যাম্প’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, স্কাউটদের মেধা ও কর্ম স্পৃহা সমাজের উন্নয়নের কাজে লাগাতে হবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ, গ্রাহকদের চাহিদা ও প্রাপ্টিø, সাশ্রয়ী জ্বালানি ব্যবহার ইত্যাদি সম্পর্কে ইতিবাচক ও কার্যকরি জনমত তৈরীতে স্কাউটরা আরও অবদান রাখতে পারে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। এ সময় মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন করতে হবে এক হাজার কিলোওয়াট। এ ভিশনকে সামনে রেখেই বিদ্যুৎ বিভাগ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
বিদ্যুৎ সচিব বলেন, ঠিক সত্য সংগ্রহ করে মানুষদের জানাতে স্কাউটরা গৌরবোজ্জ্বল অবদান রাখতে পারে। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সমতা ১১ হাজার ২৫৬ মেগাওয়াট। সেচ মৌসুমে এক হাজার ৭০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন। সমন্বিত উদ্যোগে এ বিষয় সমাধান করার উদ্যোগ নেয়া হয়েছে। সিস্টেম লস কমিয়ে আনার চেস্টা অব্যাহত আছে। এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেয়ে এক মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা অধিকতর শ্রেয়।