২০৩০ সালে তিন কোটি চুলা জ্বলবে বায়োগ্যাসে

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগ উৎসাহি করতে বিভিন্ন আর্থিক প্রনোদনা ও অন্যান্য সুবিধা দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুকস্টোভ ফিউচার সামিটে বক্তৃতা দেয়ার সময় একথা বলেন। জাতিসংঘের ইউএন ফাউন্ডেশন এবং গ্লােবাল এলায়েন্স ফর ক্লিন কুস্টোভস ‘২০৩০ সালের মধ্যে সকলের জন্য টেকসই জ্বালানি’ শীর্ষক এই ওয়ার্ল্ড সামিট অন ক্লিন কুকস্টোভস এর আয়োজন করে। বিদ্যুৎ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এসময় প্রতিমন্ত্রী বলেন, সমন্বিতভাবে নবায়নযোগ্য জ্বালানি কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, সম্প্রসারণ এবং এ সংক্রান্ত কার্যক্রম তদারকী করতে টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (শ্রেডা) গঠন  করা হয়েছে। এর আওতায ২০৩০ সালের মধ্যে তিন কোটি চুলা জ্বলবে বায়োগ্যাসে। এ কার্যক্রমে মহিলা উদ্যোক্তাদের উৎসাহিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
যুক্তরাস্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সারা বিশ্বে উন্নয়নশীল দেশে তিন বিলিয়ন পরিবার রান্নর জন্য চুলাতে কঠিন জ্বালানি বা কাঠ ব্যবহার করে। ফলে আবাসিক এলাকার বায়ু দূষণ হচ্ছে। এতে বছরে প্রায় চার কোটি মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ  মানুষ অসুস্থ হয়ে পড়ে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে হুনডুরাসের প্রেসিডেন্ট, যুক্তরাজ্য, নরওয়ে, ঘানা, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, চিন, কিউবা প্রভৃতি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।