তিতাস গ্যাস সিবিএ নির্বাচনে কাজিম-মামুন জয়ী

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ২৭ বছর পর কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) নির্বাচন হয়েছে। নির্বাচনে শ্রমীক লীগ অনুসারি তিতাস গ্যাস কর্মচারি ইউনিয়নের (রেজি:বি১১৯৩) মো. কাজিম উদ্দিন সভাপতি এবং মামুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা ৯২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য তিনটি ইউনিয়ন মিলে ৯২টি ভোট পেয়েছে।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। রোববার দেশের ১২টি স্থানে এই ভোট নেয়া হয়। তিতাস গ্যাস শ্রম পরিদপ্তর নির্বাচন পরিচালনা করে। মোট এক হাজার ৪৭ জন ভোটারের মধ্যে এক হাজার ২২ জন ভোট দিয়েছেন।
নির্বাচনে কোম্পানির চারটি রেজিষ্টার্ড ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে। এগুলো হচ্ছে হারিকেন প্রতীক নিয়ে কাজিম-মামুন নেতৃতাধীন তিতাস গ্যাস কর্মচারি ইউনিয়ন (রেজি: নং. বি ১১৯৩), চাকা প্রতীক নিয়ে হামিদ-মতিন নেতৃত্বাধীন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়ন (রেজি: নং বি-১৯৪০), গোলাপ প্রতীক নিয়ে দেলোয়ার-সাইফুল নেতৃত্বাধীন তিতাস এমপ্টè­য়িজ ইউনিয়ন (রেজি: নং বি ১৯৩৯) এবং বাই সাইকেল প্রতীক নিয়ে মোস্টøাফিজ-সিরাজ নেতৃত্বাধীন তিতাস গ্যাস শ্রমিক কর্মচারি ইউনিয়ন (রেজি: নং-বি ১৮৮০)