৩৬ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ
গ্যাসের অবৈধ ৩৬ হাজার ফুট বিতরন লাইন উচ্ছেদ করা হয়েছে। রাজধানিসহ এর আশপাশে বিশেষ অভিযান চালিয়ে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (তিতাস গ্যাস) সূত্র এ তথ্য জানিয়েছে। গত ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে বকেয়া থাকার কারণে ছয়টি শিল্প ও একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস সূত্র জানায়, মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় তিন ইঞ্চি ব্যাসের দুই হাজার ৫০০ ফুট, পহৃর্ব রামপুরায় ৩ ও ৪ইঞ্চি ব্যাসের ৩৫০ ফুট, ধামরাই এলাকায় ১ ও ২ ইঞ্চি ব্যাসের ছয় হাজার ৫০০ ফুট, নরসিংদী এলাকায় দুই ইঞ্চি ব্যাসের ছয় হাজার ৫৬২ ফুট, সাভারের বিভিন্ন এলাকায় ৩ /৪ ইঞ্চি ও ১/২ ইঞ্চি ব্যাসের ২০ হাজার ১৬২ ফুটসহ মোট ৩৬ হাজার ৭৪ ফুট অবৈধভাবে গ্যাস পাইপলাইন তুলে ফেলা হয়েছে। একই সাথে এই পাইপলাইনের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অনুমোদন অতিরিক্ত লোডে গ্যাস ব্যাবহারের কারণে মেসার্স এমবিয়েন্ট স্টিল (বিডি) লিমিটেড, হাইটেক স্টিল এন্ড রি-রোলিং মিলস্ লিমিটেড এবং হিমালয় পেপার এন্ড বোর্ড মিলস্ এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রূপগঞ্জে ৮৮ লাখ ৬০ হাজার টাকার গ্যাস বিল বকেয়া থাকায় মেসার্স হারভেস্ট রীচ লিমিটেড, নরসিংদীর দুই লাখ ৬৯ হাজার টাকার গ্যাস বিল বকেয়া থাকায় মেসার্স গারনিশ সোয়েটার লিমিটেড এবং ৪৬ লাখ ১৪ হাজার টাকার গ্যাস বিল বকেয়া থাকায় মেসার্স রাজন শাকিল টেক্সটাইলের গ্যাাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া নরসিংদী এলাকায় আবাসিক সংযোগ থেকে অবৈধ উপায়ে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করার কারণে একটি আবাসিক গ্যাস সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করা হয়।