৬ হাজার ৪০০ মেগাওয়াট কেন্দ্র স্থাপন শনিবার ভারতের সাথে চুক্তি

বিদ্যুৎ আমদানি এবং কেন্দ্র স্থাপনে ভারতের বেসরকারী দুই কোম্পানির সাথে সমঝোতা স্মারক সই হচ্ছে। এই দুই কোম্পানির বাংলাদেশের জন্য ছয় হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্র স্থাপন করবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র সাথে এই চুক্তি হবে। শনিবার বিদ্যুৎ বিভাগের এই সই অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ভারতের বেসরকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার ভারতের ভেতরে যে কোন উপযুক্ত স্থানে ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি অর্থাৎ এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। বাংলাদেশে এই বিদ্যুৎ তারা রপ্তানি করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই বিদ্যুৎ কিনবে। এছাড়া আদানি পাওয়ার একই ক্ষমতার কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি অর্থাৎ এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এই বিদ্যুৎ-ও পিডিবি কিনে নেবে।

india modi 2
ভারতের বেসরকারী প্রতিষ্ঠান রিলায়েন্স পাওয়ার লিমিটেড ভারতের উত্তর-পূর্বাঞ্চলে স্থাপিতব্য এক হাজার ২০০ মেগড়াওয়াট ক্ষমতার কালাই-২ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ৯৭০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ আমদানি করবে। রিলায়েন্স এছাড়াও টার্মিনালসহ বাংলাদেশের যে কোন স্থানে তিন হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্র স্থাপন করবে। পিডিবি এই বিদ্যুৎ কিনে নেবে।