বায়ু দূষণ রোধে হাইকোর্টে রিট
ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর এবং নারায়নগঞ্জ এ চার সিটি কর্পোরশেন এলাকায় বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রীম কোর্টের দুই আইনজীবী এ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট মো. মজিুবর রহমান এ রিট আবেদন করেন।
রিটে বায়ু দূষণ রোধে অন্তবর্তীকালীন নির্দেশনা দেয়ার পাশাপাশি রুল জারির আবেদন জানানো হয়েছে। রিটে স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, বন ও পরিবেশ সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়নগঞ্জ সিটি মেয়র এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের কর্মীরা সকাল ৭টা থেকে ৮টার মধ্যে অনিয়ন্ত্রিতভাবে রাস্তা ঝাড়– দিয়ে ধুলা বাতাসে ছড়িয়ে দেয়। ধুলা-বালি ও আবর্জনা রাস্তার পাশে জড়ো করে রাখে। সারাদিন রাস্তায় চলাচলকারী যানবাহনের কারণে তা বাতাসে ছড়াতে থাকে। এছাড়া কোনো কোনো জায়গায় জড়ো করা আবর্জনা পোড়ানোর ফলে ধোয়ার সৃস্টি হয়। এসব ধুলা ও ধোয়ার কারণে নগরবাসী দুঃসহ শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। এছাড়া যানবাহানের কালো ধোয়ার কারণেও মানুষ মারাত্বক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশ্বব্যাংকের এক পরিসংখ্যানের কথা উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, বায় দূষণে প্রতিবছর দেশের ১৫ হাজারেরও বেশী লোক মারা যাচ্ছে। ৬৫ লাখ লোক ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রায় দুইশ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে।