অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্ধারণ করতে হবে: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিজস্ব জ্বালানি ও খনিজ সম্পদ আহরণ ও উত্তোলনে সুনির্দিষ্ট ও স্বল্প মেয়াদি পরিকল্পনা নিতে হবে।
প্রতিমন্ত্রী শনিবার তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অনুকূলে ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বরাদ্দ ও মার্চ ২০২০ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্ধারণ করতে হবে। গ্যাস উত্তোলন, কম্প্রেসার ক্রয়, পাইপলাইন নির্মাণ বা অন্যান্য প্রকল্পে অগ্রাধিকারের স্তর নির্ধারণ করে দ্রুত পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় জিওবি ও বৈদেশিক সহায়তাপুষ্ট ৮ টি, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ১৬ টি ও জিডিএফ অর্থায়নে বাস্তবায়নাধীন ৮ টি অর্থাৎ মোট ৩২টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প নিয়ে আলোচনাকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রকল্প বাস্তবায়নে কোন সমস্যা হলে দ্রুততার সাথে দ্বি-পাক্ষিক, ত্রি-পাক্ষিক বা বহু-পাক্ষিক সভা করে সমস্যার সমাধান করতে হবে। পরিশেষে,তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে সচেতন থেকে দায়িত্ব পালনের অনুরোধ করেন।
ভার্চুয়াল এই সভায় অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিপিসির চেয়ারম্যান মো. সামছুর রহমান ও পেট্টোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ অংশ নেন।