অগ্রাধিকার তালিকায় প্রথম বিদ্যুৎ খাত

এখন থেকে আগামী তিন অর্থবছর বিদ্যুৎকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। ২০১৭-১৮ থেকে ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎখাতকে প্রথম অগ্রাধিকার দেয়া হবে। ২০২১ সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে এই অগ্রাধিকার দেয়া হয়েছে।

সরকারের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে (২০১৭-১৮-২০১৯-২০) এই পরিকল্পনার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিদ্যুৎখাতে মোট খরচ ২০ দশমিক ৬ শতাংশ হারে প্রতিবছর বাড়ানো হবে। ২০১৯-২০ অর্থবছরে ২২৫ দশমিক ৫৩ বিলিয়ন টাকা বিনিয়োগ করা হবে।

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ শ্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে এই বরাদ্দ রাখা হয়েছে।

২০২১ সালে ২০ হাজার মেগাওয়াট এর পরিবর্তে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। একই সাথে ২০৩০ সালে ৩৪ হাজার মেগাওয়াটের পরিবর্তে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিবকল্পনা করা হয়েছে।