অপটিক্যাল ফাইবার ইজারা দিল পিজিসিবি

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি) তাদের নিজস্ব অপটিক্যাল ফাইবার ক্যাবল ইজারা দিল বেসরকারি প্রতিষ্ঠানের কাছে।
বুধবার পিজিসিবি প্রধান কার্যালয়ে উভয়ের মধ্যে এই চুক্তি হয়।
আগামী ১৫ বছরের জন্য বেসরকারিসংস্থা ফাইবার অ্যাট হোম লিমিটেডকে এক হাজার ৬৫ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল ইজারা দিয়েছে। জরুরি প্রয়োজনে বিকল্প নেটওয়ার্ক হিসাবে পিজিসিবি’র অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে তারা।

পিজিসিবি’র পক্ষে কোম্পানী সচিব মো. আশরাফ হোসেন এবং ফাইবার অ্যাটহোম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক সিদ্দিকী চুক্তিপত্রে সই করেন।পিজিসিবি পরিচালিত বিদ্যুতের জাতীয় গ্রীড লাইনের সঙ্গে অপটিক্যাল ফাইবার আছে। যা পিজিসিবি’র নিজস্ব যোগাযোগ কাজে ব্যবহার এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনকে সুরক্ষা দেয়।
চুক্তিতে বলা হয়, পিজিসিবি’র অপটিক্যাল ফাইবার ব্যবহারের ভাড়া বাবদ চুক্তি সইয়ের ছয় মাস পর থেকে প্রতি বছর পাঁচ কোটি এগার লাখ টাকা ভাড়া দিতে হবে। সংস্থাটি দেশের বিভিন্ন স্থানের এক হাজার ৬৫ কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল বিকল্প নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করবে।
এই চুক্তির ফলে ইন্টারনেটে তথ্য বিনিময়, ভিডিও কনফারেন্সিং, ভয়েস কমিউনিকেশনসহ ইন্টারনেট ব্যবহার ভাল হবে।
পিজিসিবি ২০১৩ সালে ফাইবার অ্যাট হোম-কে প্রায় এক হাজার ৯০১ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্বল্পমূল্যে ভাড়া দিয়েছিল। বুধবার আরও এক হাজার ৬৫ কিলোমিটার একই প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হলো।
চুক্তি সই অনুষ্ঠানে পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল বেরুনী, নির্বাহী পরিচালক (পিএন্ডডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (এইচআরএম) মোহাম্মদ শফিকউল্লাহ, নির্বাহী পরিচালক (অর্থ) পরেশ চন্দ্র রায়, নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মোহাম্মদ এমদাদুল ইসলাম, তত্তাবধায়ক প্রকৌশলী (অপটিক্যাল ফাইবার লিজিং) মো. ফজলুল বারীসহ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।