অবরুদ্ধ বড়পুকুরিয়ার কর্মকর্তা-কর্মচারী

৪৮ ঘন্টার আলটিমেটামে শ্রমিকদের দাবী না মানায় বড়পুকুরিয়া কয়লা খনির বিক্ষুব্ধ শ্রমিকরা গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খনির কর্মকর্তা-কর্মচারিদের অবরুদ্ধ করে রাখে।বন্ধ করে দেয় ভবনের পানি ও বিদ্যুত্ সরবরাহ।সেখানে শ্রমিকরা ভবনের সামনে থাকা নানা প্রজাতীর ফুলের টব ভাংচুর করে।দুপুরে অভুক্ত রাখা হয় ভবনে থাকা কর্মকর্তা কর্মচারীদের।সন্ধ্যা ৭ টায় এই খবর লেখা পর্যন্ত কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ অবস্থায় ছিল।

গতকাল সকালে বিক্ষোভ মিছিল শেষে খনির প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নেয় শ্রমিকরা।এতে অবরুদ্ধ হয়ে পড়ে খনির শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে খনিতে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।খবর পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেনুল ইসলাম, এডিশনাল এসপি সঞ্জয় চক্রবর্তী, পুলিশ সার্কেল আবু তারেক, ওসি নাসির উদ্দিন মন্ডল।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়ন সভাপতি ওয়াজেদ আলী বলেন, গত রোববার বেলা ১১টায় শ্রমিকরা নতুন জনবল কাঠামো বাতিলের জন্য ৪৮ ঘন্টার লিখিত আলটিমেটাম দিয়েছিল খনি কর্তৃপক্ষকে।খনির অর্গানোগ্রাম অনুযায়ী খনিতে কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক মিলে দুই হাজার ৬৭৪ জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা।সেখানে বর্তমানে কর্মরত আছেন মাত্র এক হাজার ৩৫০জন।তারপরেও খনি কর্তৃপক্ষ পূর্বের জনবল কাঠামো বাতিল করে ৭৩৮ জনের একটি অর্গানোগ্রাম চুড়ান্ত করেছেন।এতে খনির শ্রমিকদের চাকুরী হারানোর আশংকা প্রবল হয়ে উঠেছে।৪৮ ঘন্টার আল্টিমেটামের পরেও শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় তারা প্রশাসনিক ভবন ঘেরাও করে রেখেছেন।