অবিলম্বে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি
দুইদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ব্যবস্থা না নিলে নগর ভবন ঘেরাওয়েরহুমকি দিয়েছে সিএনজি অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশা মালিক শ্রমিকরা। রোববার সকালে নগর ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুমকি দেন সিএনজি অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশা মালিক সমিতির নেতারা।
চট্টগ্রামমহানগর সিএনজি অটোরিকশা মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগরী রিকশা চালকমালিক সমন্বয় পরিষদ, চট্টগ্রাম অটো রিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন ওচট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশেচট্টগ্রাম মহানগরী অটো রিকশা-টেম্পো শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মো.ওয়াজিউল্লাহ বলেন, ব্যাটারিচালিত ও ইঞ্জিনচালিত রিকশা নিষিদ্ধ করে রায়দিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু সিটি করপোরেশন এখনও পর্যন্ত এসব অবৈধ রিকশাবন্ধে কোন পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, আগামী ২৬ আগস্টের মধ্যেনগরীতে চলাচলকারী অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে ব্যবস্থা নিতে হবে।অন্যথায় ২৭ আগস্ট নগরীর ৩০ হাজার সিএনজি ও রিকশা চালকদের নিয়ে নগর ভবনঘেরাও করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গতগত ৩ জুলাই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশাচলাচল বন্ধের রায় দিয়েছে হাই কোর্ট। –