অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও বকেয়া বিল বকেয়ায় ৩২ হাজার সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ ভাবে বিদ্যুত্ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার কারণে সারাদেশে মোট ৩২ হাজার ৪২৯ টি বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুতের লোডশেডিং কমানোর লক্ষ্যে গত ডিসেম্বর মাসে বিদ্যুত্ বিতরণকারী ৫টি সংস্থার অধীনে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গতকাল বিদ্যুত্ বিভাগের অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পিডিবির চেয়ারম্যান আবদুহু রুহুল্লাহ, আরইবির চেয়ারম্যান ব্রি. জে. মঈন উদ্দিনসহ বিতরণ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, এই সংযোগের বিপরীতে বকেয়ার পরিমাণ ছিল ২২ কোটি ৩ লক্ষ ২৭ হাজার ৭৮০ টাকা। বকেয়া বিলের কারণে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিউবো) ৮ হাজার ৯০০ টি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো) ১৬ হাজার ৮৬৭ টি, ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) ১ হাজার ৬৪০ টি, ঢাকা বিদ্যুত্ সরবরাহ কর্তৃপক্ষ (ডেসকো) ২ হাজার ৮৯৫ টি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ৬১৩ টি সংযোগ বিচ্ছিন্ন করে। অন্যদিকে অবৈধ ভাবে বিদ্যুত্ ব্যবহার করার ফলে বিউবো ৩৬১ টি, পবিবো ৯৩৪ টি, ডিপিডিসি ১৫৫ টি এবং ডেসকো ৫৪ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৈঠকে বিদ্যুত্ সচিব বলেন, অবৈধ বিদ্যুত্ ব্যবহার রোধ এবং বকেয়া বিল আদায়ের ব্যাপারে বিদ্যুত্ বিভাগ থেকে কঠোর দিক নির্দেশনা রয়েছে।