সহায়তা চেয়েছে রাশিয়ার রোজনেফট

পশ্চিমা নিষেধাজ্ঞা সামাল দিতে সরকারের কাছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন রুবলের (৪১ দশমিক ৬ বিলিয়ন ডলার) আর্থিক সহায়তা চেয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান রোজনেফটের প্রধান ইগর সাচিন। গত বৃহস্পতিবার ভেদোমস্তি পত্রিকায় এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বর্তমান পরিকল্পনা অনুসারে রোজনেফটের বন্ড কিনতে ন্যাশনাল ওয়েলথ ফান্ড থেকে এ অর্থ বরাদ্দ করা হবে। পত্রিকাটি আরো জানায়, এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

দ্বিতীয় প্রান্তিকের শেষে এসে রোজনেফটের নেট ঋণের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন রুবলে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি জানায়, এ বছর নাগাদ ঋণ পরিশোধে তাদের প্রয়োজন হবে ৪৪০ বিলিয়ন রুবল এবং আগামী বছরে ৬২৬ বিলিয়ন রুবল।

ভেদোমস্তি জানায়, পশ্চিমা নিষেধাজ্ঞা সামাল দিতেই সাচিন সরকারের কাছে এ অর্থসহায়তা চেয়েছেন। রোজনেফটকে ৯০ দিনের বেশি মেয়াদের ঋণ প্রদানে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যাতে একাত্মতা প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। রোজনেফট ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় থাকা গ্যাজপ্রমব্যাংক, ভিইবি ও রাশিয়ার কৃষি ব্যাংক সরকারি ফান্ডের মাধ্যমে অর্থসহায়তার জন্য আবেদন জানিয়েছে।

ফান্ডে পর্যাপ্ত অর্থ নেই বলে জানিয়ে ভেদোমস্তি বলছে, এরই মধ্যে প্রায় ৩ দশমিক ১ ট্রিলিয়ন রুবলের মতো অর্থ বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি একটি সূত্র বলছে, মেদভেদেভ রোজনেফটের প্রস্তাবে সাড়া নাও দিতে পারেন। এ ব্যাপারে রোজনেফটের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।