অস্বাভাবিক বিদ্যুৎ বিল: টাস্কফোর্স গঠন

বিদ্যুতের অস্বাভাবিক বিল কেন হচ্ছে – তা খতিয়ে দেখতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদা খাতুন কে প্রধান করে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
বৃহষ্পতিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এতে সভাপতিত্ব করেন।
আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সচেতনভাবে না ভুল করে এই বিল করা হচ্ছে তা খতিয়ে দেখবেন তিনি।
বিতরণ কোম্পানিগুলোর কেউ এতে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ডিপিডিসি ও ডেসকোর দায়িত্ব দেয়া হয়েছে মাকসুদা খাতুনকে। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেবেন তিনি। আর প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কাউকে বিদ্যুতের বাড়তি বিল দেয়া লাগবে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সভায় আলোচনাকালে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ৭ দিনের ভিতর অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।কোন অবস্থায় অতিরিক্ত বিল গ্রহণ করা যাবে না।একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়।
সভায় বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা দুঃখ প্রকাশ করেন। অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়টি নিয়ে সংস্থাগুলো গণমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাখ্যা করবেন।

gas pre paid meter