আইএইএ বিশেষজ্ঞ এখন ঢাকায়
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পরামর্শ দিতে ঢাকায় আইএইএ থেকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল এসেছে। বাংলাদেশের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের তারা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেবে।
জাতিসংঘের আন্তর্জাতিক এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রর নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিচ্ছে।
আইএইএ তিনদিনের কর্মশালায় অংশ নেবে। রূপপুরে যে অবকাঠামো হচ্ছে তা যথাযথ হচ্ছে কিনা তাও পর্যালোচনা করবে তারা।
যে কোন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক।