আইসোলেক্সকে চিঠি: বিদ্যুৎ কেন্দ্রর কাজে যোগ না দিলে ব্যবস্থা

নিরাপত্তার অজুহাতে বিদ্যুৎ প্রকল্প থেকে চলে যাওয়া বিদেশি নাগরিকদেরকে দ্রুত কাজে ফিরে যাওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে। কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার সংশ্লিষ্ঠ কোম্পানি স্পেনের আইসোলেক্সকে এই চিঠি দেয়া হয়েছে বলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সূত্র জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কাজে যোগ না দিলে তা চুক্তি ভঙ্গের শামিল হবে। নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। চুক্তি অনুযায়ি প্রকল্প থেকে কর্মী প্রত্যাহারের সুযোগ নেই। দ্রুত প্রকল্পের কাজে যোগ না দিলে তা চুক্তি ভঙ্গের শামিল হবে। সরকার সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। চুক্তির কোন অনুচ্ছেদ অনুযায়ী তড়িঘড়ি কর্মী প্রত্যাহার করা হলো তাও চিঠিতে জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকারের পক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আইসোল্যাক্সকে চিঠি দিয়েছে। তাদের দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে।
আইসোল্যাক্স নামের  স্পেনের এই কোম্পানি সরকারি খাতের তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। তিন প্রকল্পে কর্মরত ৪১জন বিদেশী নাগরিককে তারা কর্মস্থল থেকে প্রত্যাহার করে নিয়েছে।
৫ই অক্টোবর পিডিবিকে লেখা এক চিঠিতে কোম্পানিটি নিরাপত্তার কারণ দেখিয়ে বিদেশি কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়। এর মধ্যে স্পেনের নাগরিক ২১ জন। অন্যরা আর্জেন্টিনা, বুলগেরিয়াসহ কয়েকটি দেশের।