আগষ্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে 

নিজস্ব প্রতিবেদক:

আগষ্ট মাসে জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ করা হবে না। যে দাম আছে তাই অপরিবর্তিত থাকবে।

বিপিসি সূত্র জানিয়েছে, জুলাই মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের যে দাম ছিল আগষ্ট মাসেও তাই থাকবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।

দেশের চলমান পরিস্থিতির কারণে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

অর্থাৎ আগষ্ট মাসে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৬ টাকা ৭৫ পয়সা; পেট্রল ১২৭ টাকা এবং অকটেন ১৩১ টাকা থাকবে।