তিন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জের তিনটি বিদ্যুৎ কেন্দ্রর উদ্বোধন করবেন। একেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৪৭৬ মেগাওয়াট।
মঙ্গলবার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শন করে এই তথ্য জানা গেছে। কেন্দ্রগুলো কয়েকমাস আগেই চালু হয়েছে।
এছাড়া একই সাথে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জের একাধিক সেতু ও সড়কের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উদ্বোধন করার অপেক্ষায় থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো হলো, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার কেন্দ্র ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।
জানতে চাইলে ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান যথাযথভাবে সফল করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এএমএম সাজ্জাদুর রহমান বলেন, আশুগঞ্জে নতুন যে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে তার দক্ষতা অনেক বেশি। এজন্য অল্প গ্যাসে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এখানে নতুন করে গ্যাস বরাদ্দ প্রয়োজন হবে না। আগের বরাদ্দ দেয়া গ্যাস দিয়েই নতুন কেন্দ্রগুলো চলছে এবং পরে সেগুলো উৎপাদনে আসবে তা-ও চলবে।
ইউনাইটেড এর নির্বাহী পরিচালক বজলুর রহমান বলেন, একমাত্র এই কেন্দ্রটিই সরকার এবং বেসরকারি যৌথভাবে নির্মান করা হয়েছে। এর দক্ষতা অনেক বেশি। উৎপাদন খরচও অনেক কম।
মিডল্যাণ্ড পাওয়ার কোম্পানির মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, নতুন এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের ব্যবহার অনেক কম হবে। তুলনামূলক কম গ্যাসে বেশি বিদ্যুৎ উৎপাদন হবে।
ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশে প্রথম সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে স্থাপন করা কেন্দ্র। সরকারের পক্ষে এর অংশ ২৯ ভাগ অংশ আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন লি. এর এবং বেসরকারি অংশের ৭১ ভাগের মালিক ইউনাইটেড এন্টারপ্রাইজেস এন্ড কোম্পানি লি.। এতে খরচ হয়েছে এক হাজার ৩২৬ কোটি টাকা। মিডল্যান্ড ৫১ মেগাওয়াট কেন্দ্রটি ভিয়েলাটেক্স লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড-এর যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মানের মোট ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। আশুগঞ্জ ২২৫ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে খরচ হয়েছে দুই হাজার ১১৬ কোটি টাকা।
মঙ্গলবার দুপুরে ইউনাইটেড আশুগঞ্জ কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে ক্ষমতার পুরোটাই তারা উৎপাদন করছে। প্রায় প্রতিদিন পুরো ২৪ ঘন্টাই এই উৎপাদন হয় বলে সংশ্লিষ্ঠ প্রকৌশলীরা জানান।
এদিকে বৃহস্পতিবার সিলেটের সুরমা নদীর উপর কাজীর বাজার সেতু উন্মুক্ত করে দেয়া হচ্ছে। প্রায় ৪০০ মিটার দীর্ঘ সেতুটি ১৮৯ কোটি টাকায় করা হয়েছে। পাশাপাশি ৪৪১ কোটি টাকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ সালুটিকর কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়ক কাজও শুরু করা হবে।
সিলেটের দু’টি প্রকল্প ছাড়াও সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে প্রায় ২২ কোটি টাকায় করা বলভদ্র সেতু, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কে প্রায় ১৩ কোটি টাকায় করা নয়াকান্দি সেতু, আট কোটি টাকায় করা কিটিংচর সেতু এবং সাত কোটি টাকায় করা সাটুরিয়া সেতু’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত সড়ক চারলেন করা এবং ব্রাহ্মণবাড়িয়া সড়কের মৌড়াইল রেলক্রসিং এর উপর রেলওয়ে ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।