আগামীকাল থেকে বিদ্যুৎ জ্বালানি মেলা শুরু

আগামীকাল শুরু হবে বিদ্যুৎ জ্বালানি সপ্তাহ। এই সপ্তাহের মূল পর্ব মেলা।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এই মেলা তিনদিন চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মেলার আয়োজন করেছে। ‘অনির্বাণ আগামী’ এই শ্লোগান নিয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ শুরু হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আগামীকাল থেকে রাজধানীর বিদ্যুৎ ভবনসহ বিউবো, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় একযোগে সপ্তাহ উদযাপন হবে।
মেলায় সরকাডরি বেসরকারি ১২৩টা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ট্রান্সফরমার, এনার্জি মিটার, ক্যাবল, আইপিএিস, সোলার প্যানেল, প্রি-পেমেন্ট মিটার রিচার্জসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী প্রদর্শন ও গ্রাহকদের জন্য ওয়ান স্টপ সেবা দেয়া হবে।
এদিকে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উপলক্ষে আগামীকাল ৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় চট্টগ্রামে র‌্যালি হবে।