আগামী ছয় মাসে ১৫ লাখ টন জ্বালানি তেল কেনায় অনুমোদন

জ্বালানি তেল বহনকারী ওয়াগন - এনার্জি বাংলা

নিজস্ব প্রতিবেদক:
আগামী ছয় মাসে ১৫ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ৮ হাজার ৯২৯ কোটি ৭১ লাখ টাকা।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর সভাপতিত্বে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়।
সরকারিভাবে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত ও থাইল্যান্ড থেকে এসব তেল কেনা হবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পিটিটি থাইল্যান্ড, ইএনওসি আরব আমিরাত, পেট্রোচিনা, বিএসপি, ইন্দোনেশিয়া, পিটিএলসিএল মালয়েশিয়া ও ইউনিপেক চীন এর কাছ থেকে ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য ১৪ লাখ ৯০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ৮ হাজার ৪১৭ কোটি ২৩ লাখ টাকায় আমদানি করবে। আর ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) কাছ থেকে ৯০ হাজার মেট্রিক টন ডিজেল ৫১২ কোটি ৪৮ লাখ টাকায় আমদানি করবে।

অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। এখন নিম্নমুখী। বিশ্ব বাজারে নিম্নমুখী ধারার প্রেক্ষিতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো হবে কি না, সে বিষয়ে বিবেচনা করা হবে।