আগামী বছরে দেশে প্রায় শতভাগ বিদ্যুৎ: প্রতিমন্ত্রী শাহরিয়ার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামী বছরের মধ্যে দেশের প্রায় শতভাগ এলাকায় বিদ্যুৎ সররবরাহ করার লক্ষ্যে সরকার কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জের সদরের আমনুরায় শনিবার সকালে এইচএফও ভিত্তিক ১০০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালের মধ্যে দেশের প্রায় শতভাগ এলাকায় বিদুৎ সররবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। দ্রুত সময়ে বিদ্যুৎ চাহিদা পুরণে তেল-ভিত্তিক বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলেও, দীর্ঘ মেয়াদী বিদ্যুৎ চাহিদা পুরণের জন্য কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে সুন্দরবনের ক্ষতি নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউনেস্কোর টেকনিক্যাল টিম সফর করার কথা উল্লেখ করে মন্ত্রী এতে পরিবেশের কোন ক্ষতির সম্ভাবনা না হওয়ার কথা একাধিক গবেষণায় উঠে আসার কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ১০০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি চীনের হুবেই ইলেক্ট্রিক পাওয়ার সার্ভের তত্ত্বাবধানে ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ৭৯৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ আগামী ২৫ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।