আগামী ৬বছরে ২৪ বিলিয়ন বিনিয়োগ হবে
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতে আগামী ছয় বছরে বিদেশ থেকে ২৪ বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে। এরপর বিদ্যুৎ খাতে আরও কর্মসংস্থানও হবে।
সোমবার বিদ্যুৎ ভবনে মহান বিজয় দিবস- ২০১৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ(বিউবো) আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, এখন আমাদের মধ্যে ৩ হাজার মেগাওয়াটের চিন্তা আছে। এটা ঝেড়ে ফেলে ২০ হাজার মেগাওয়াটের চিন্তা করতে হবে। বিদ্যুৎ বিতরণ, উৎপাদন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। বিদ্যুৎ বিভাগের পরিবেশের পরিবর্তন করতে হবে। বঙ্গবন্ধুর নাম শুধু ব্যানার পোস্টারে ধারণ করলে হবে না, তার নাম বুকে ধারণ করতে হবে। বিদ্যুৎ বিভাগে নতুন কর্মী বাহিনী গড়ে তুলতে চাই। যারা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে পারবে, তাদের এই দায়িত্ব দিতে চাই।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের(বিউবো) বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী কাজল কান্তি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, প্রকৗশলী নুরুজ্জামান প্রমূখ।