আজ ঈদ

আজ ঈদ। পবিত্র ঈদ-উল আজহা আজ সোমবার। আনুগত্য, ত্যাগ ও সৌহার্দের পাশাপাশি উৎসবের আমেজে প্রস্তুত মুসল্লিরা। রাতের আঁধার কেটে সূর্যের আলো আনন্দের বার্তা বয়ে আনলো পবিত্র ঈদ-উল-আজহার!
ঈদকে সামনে রেখে আলাদা বাণীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা এবং সাবেক বিরোধীদল প্রধান দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বাণী দিয়েছেন।
জীবনের ঝুঁকি নিয়ে এরই মধ্যে বিলম্বিত যাত্রায় অনেকেই পৌঁছে গেছেন গ্রামের বাড়ি। এখনো বাড়ির পথ পাড়ি দিচ্ছেন আরো অনেকেই।
সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ঈদের দিন দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঈদের পরদিন মঙ্গলবার রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা।
ঈদ উপলক্ষে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি সেবা দিতে বাতিল করা হয়েছে সেবাকর্মীদের ছুটি।
বিশেষ অনুষ্ঠানমালার ডালি সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল। পাশাপাশি ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন রাখছে অনলাইন নিউজ পোর্টালগুলোও। দৈনিক সংবাদপত্রগুলোর ঈদ সংখ্যা এরই মধ্যে পৌঁছে গেছে পাঠকের হাতে হাতে।
হজরত ইব্রাহিমের (আ.) ঐতিহাসিক আত্মত্যাগ ও আদর্শের প্রতীক হিসেবে প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকেন সারা বিশ্বের মুসলমানরা।
তারই ধারাবাহিকতায় বছর ঘুরে দেশের মুসলিম প্রাণের দোরগোড়ায় এসেছে ঈদ। দেশের ঘরে ঘরে তাই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে!