আজ চট্টগ্রাম যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি দল
কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে বাঁশখালী যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
শনিবার চট্টগ্রাম এবং রোববার বাঁশখালিতে আলাদা দু’টি বৈঠকের আয়োজন করা হয়েছে।
বুধবার বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. আহমেদ কায়কাউস এবং মহাপরিচালক পাওয়ার সেল মোহাম্মদ হোসাইনকে চট্টগ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে মাঠ পর্যায়ের প্রকৃত অবস্থা তুলে ধরে তাদের একটি প্রতিবেদনও দিতে বলা হয়।
এস আলম গ্রুপের বিদ্যুত কেন্দ্র নিয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে পুলিশের বিরোধে হতাহতের ঘটনা ঘটে। সরকার এই ঘটনার পর সরাসরি আলোচনা করে নিজেদের অবস্থান পরিষ্কার করতে এই উদ্যোগ নিয়েছে।