আজ ঢাকায় আসছেন আইএইএ এর মহাপরিচালক ইউকিয়া আমানো
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো সস্ত্রীক চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। আজ রোববার রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন। সফরকালে তিনি তিন সদস্যের আইএইএ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।
বিজ্ঞান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান।
জানা যায়, সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে তিনি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা ও কার্যক্রম পরিদর্শন করবেন। বিকালে রূপপুরে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
সফরের তৃতীয় দিনে মঙ্গলবার তার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। বিকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগদান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করবে। বুধবার তিনি ঢাকা ত্যাগ করবেন।