আজ থেকে শুরু হচ্ছে বিদ্যুৎ ও আবাসন শিল্প মেলা
বিদ্যুৎ উৎপাদন ও বিতরণসৌর বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ সামগ্রী, নির্মাণ কৌশল, যন্ত্রাংশ, সেফটি ও সিকিউরিটি এবং আবাসন শিল্পের পণ্য ও সেবা নিয়ে রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী।
‘আন্তর্জাতিক কনস-এক্সপো, সেফটি অ্যান্ড সিকিউরিটি, সোলার, পাওয়ার এবং রিয়েল এস্টেট এক্সিবিশন ২০১৬’ শিরোনামে তিন দিনব্যাপী এই প্রদর্শনী হচ্ছে রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়।
দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিশ্বের প্রায় ১২টি দেশের ভোক্তা ও উদ্যোক্তারা এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। এ আয়োজনে একইসঙ্গে ১৮তম পাওয়ার বাংলাদেশ এক্সপো-২০১৬, ১৩তম সোলার বাংলাদেশ এক্সপো-২০১৬, ২০তম কনস-এক্সপো বাংলাদেশ ২০১৬, ১৭তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো বাংলাদেশ-২০১৬’ প্রদর্শনী হচ্ছে।
এবারের প্রদর্শনীতে অংশ নেওয়া দেশগুলো হল-বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ইতালি, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন ও যুক্তরাষ্ট্র।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এসব প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।