আজ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি হতে পারে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আজ মঙ্গলবার চুক্তির অনুস্বাক্ষর হতে পারে। এজন্য রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী রোসাটমের ডিজি সারজেই ক্লিংকিয়ানো মঙ্গলবার বাংলাদেশেএসেছেন। সকাল ১১টায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।
সূত্র জানায়, বিজ্ঞান মন্ত্রনালয় গত কয়েকদিন আলোচনা করে সকল বিষয় চূড়ান্ত করেছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
গত কয়েক বছর আলোচনা, সমীক্ষা শেষে চূড়ান্ত পর্যায়ে এসেছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কাজ।
বিজ্ঞান মন্ত্রনালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্র নির্মাণ করতে রাশিয়া নিজেই ঋণ দেবে। বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নিয়ে যাওয়ারও নিশ্চয়তা দিয়েছে রাশিয়া।
ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে দু’টো চুক্তি হয়েছে। চুক্তি দু’টোর আওতায় ৬৩ ধরনের সম্ভাব্যতা যাচাই হয়েছে। এছাড়া মূল কাজের জন্য অবকাঠামো নির্মাণ, প্রি-কনস্ট্রাকশন, গুদাম নির্মাণ ও রাশিয়ান টেকনিশিয়ানদের থাকার ব্যবস্থার চুক্তি করা হয়েছে। রাশিয়ার প্রযুক্তি, অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। ২০২২ সালে বিদ্যুৎ উৎপাদনে যাবে এই কেন্দ্র।