আজ ফুলবাড়ী দিবস
আজ ফুলবাড়ী দিবস। ২০০৬ সালের এই দিনে ফুলবাড়ীসহ ছয় থানার বহু মানুষ উম্মুক্ত পদ্ধতিতে খনি খনন এবং ফুলবাড়ী কয়লা প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করছিল। সমাবেশে সাধারণ মানুষের ওপর গুলি চালায় আইন শৃংখলাবাহিনী। এতে আমিনুল, সালেকিন ও তরিকুল মারা যান। গুলিবিদ্ধ হন ২০ জন, আহত হন দুই শতাধিক।
এরপর সারাদেশের মানুষের প্রতিবাদের মুখে একই বছরের ৩০ আগষ্ট তৎকালিন প্রশাসন ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়। ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ীতে এক জনসভায় ফুলবাড়ী চুক্তির প্রতি পূর্ণ সংহতি জানিয়ে ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি।
হামলার দিনটিকে স্মরণ করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি নানা কর্মসুচি ঘোষনা করেছে। ফুলবাড়ি শহীদ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ ও মিছিল করবে।