আজ বিশ্ব পরিমাপ দিবস

আজ বিশ্ব মেট্রোলজী দিবস বা পরিমাপ দিবস। ‘বৈশ্বিক শক্তি মোকাবেলায় পরিমাপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালন করা হচ্ছে দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও দিবসটি পালন করতে নানা কর্মসুূচির আয়োজন করেছে।
মেট্রোলজী দিসব উপলক্ষে তেজগাঁওয়ের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনে (বিএসটিআই) আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
১৮৭৫ সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। শিল্প, বাণিজ্য ও সামাজিক নানা কাজে পরিমাপের গুরুত্ব তুলে ধরতেই দিবসটি পালন করা হয়ে থাকে।