আজ সন্ধ্যায় ঋণচুক্তি নিয়ে বিআইএফপিসিএলের বোর্ড সভা

অবশেষে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঋণচুক্তি সই হতে যাচ্ছে।  আজ বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগে এই চুক্তি হতে পারে।  প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে নির্মিতব্য কেন্দ্রটি স্থাপনে ১৬০ কোটি ডলার ঋণ দেবে এক্সিম ব্যাংক। বাকী টাকা দেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে।
এরইমধ্যে আইন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। সন্ধ্যায় বসছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানির (বিআইএফপিসিএল) বোর্ড সভা । সূত্র জানায়, মিটিং এই চুক্তির খসড়ার চুড়ান্ত অনুমোদন করা হবে। এরপর পরই এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি সই করবে বিআইএফপিসিএল।

india exim bank
গতবছর ১৩ জুলাই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে চুক্তি সই হয়। এরপর নানা কারণে ঋণ চুক্তি সই হতে দেরি হচ্ছিল। বিদ্যুৎ বিভাগ জানায়, এই কেন্দ্র স্থাপন করবে বিআইএফপিসিএল। কিন্তু ঋণ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সম্পৃক্ততা চাইছিল ভারতের এক্সিম ব্যাংক। সরকার ঋণ পরিশোধের নিশ্চয়তা (সভরেন গ্যারান্টি) দিলেও নতুন করে আবারও শর্ত দেয় তারা।

১৬০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে ২০ বছরে। সাত বছর পর থেকে ঋণের নিয়মিত কিস্তি পরিশোধ শুরু হবে। ২৭টি অর্ধবার্ষিক কিস্তিতে এক্সিম ব্যাংককে ঋণ পরিশোধ করতে হবে। ঋণের সুদের হার হবে লন্ডন আন্তব্যাংক হারের (লাইবর) সঙ্গে ১ শতাংশ সুদ যোগ করে। এছাড়া ঋণের অব্যবহৃত বা ছাড় না করা অর্থের ওপর বার্ষিক দশমিক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। ঋণ প্রক্রিয়াকরণের জন্য ঋণদাতা প্রতিষ্ঠানের পরামর্শক মাশুল ২ লাখ ডলারও দিতে হবে বিআইএফপিসিএলকে।
রামপালে ৬৬০ মেগাওয়াট করে দুই ইউনিটের মোট ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রটি স্থাপন করবে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (ভেল)।