আজ সন্ধ্যায় হাতিরঝিলে আলোক উৎসব

রাজধানীর হাতিরঝিলে আলোক উৎসবের মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এই আলোক উৎসবের আয়োজন করছে মাত্রা। পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শুরু হবে আলোক উৎসবের গালা আয়োজন।
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬’র অংশ হিসেবে আলোক উৎসব আয়োজনের নেপথ্যের কারণ, দেশে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন
বিদ্যুত ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে যে আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আলোক উৎসবের মধ্য দিয়েও সেই একই বার্তা ছড়িয়ে দেয়ার প্রয়াস থাকবে।