আট জেলায় ৭০ হাজার উন্নতমানের চুলা দেয়া হবে
বাংলাদেশের আটটি উপজেলায় ৭০ হাজার ইমপ্রুভ কুক স্টোভ (আইসিএস) স্থাপন করা হচ্ছে। উন্নতমানের এসব চুলা স্থাপনের ফলে পঞ্চাশ ভাগ জ্বালানি সাশ্রয় হবে। এ চুলা স্থাপন করবে ভারত সরকার।
দেশের আটটি উপজেলা- রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, মহেশখালী, উখিয়া, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, ভাণ্ডারিয়া এবং ভোলার চরফ্যাশনে দেড় বছরের মধ্যে এই চুলা স্থাপন করা হবে।
সোমবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ এ প্রকল্পের উদ্বোধন করেন।
চলতি বছরের ৬ ও ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।
ভারতীয় মুদ্রায় পাঁচ কোটি রুপির এই প্রকল্পের অর্থ যোগানদাতা- ভারতের জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিভাগ (আইসিসি)।
দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সার্কভুক্ত দেশগুলোর চাহিদা মেটাতে ২০১২ সালে ভারত সরকার আইসিসি গঠন করে।
রান্নার এসব চুলা আরও উন্নয়ন ঘটিয়েছে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিভাগ।
সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিবেশ বিভাগের টেকনিক্যাল উইং (ডিওই) এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।