আদানির বিদ্যুৎ আসা শুরু
ইবি প্রতিবেদক:
ভারতের ঝাড়খান্ড থেকে আদানি গ্রুপের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে বাংলাদেশে আসা শুরু হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় এই বিদ্যুৎ আসা শুরু হয়। আপাতত ২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিড লাইনে সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ বাড়ানো হবে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের আদানি পাওয়ারকে বাংলাদেশের সঞ্চালন লাইন পুরোপুরি প্রস্তুত বলে জানায়। এরপরই বিদ্যুৎ আনা শুরু হয়।
গত প্রায় দু’মাস আদানি পাওয়ারের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। গড়ে একসাথে সর্বোচ্চ ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ এসেছে।পি
জিসিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে।